www.ebiz-news.com, ebuisiness news, e news bd, eBIZ NEWS, public relations, PR, pr, Press Releasing firm, largest Bangladeshi

চালক ছাড়া এক ভুতুড়ে বাস

উত্তর ভারতের বারেইলি শহরের এক বাসস্ট্যান্ডে অপেক্ষারত যাত্রীরা হঠাৎ আবিষ্কার করেন, একটি বাস এগিয়ে আসছে তাদের দিকে। বাসটির চালকের আসনটিতে কোনো মানুষ বসে নেই। সুযোগ পেয়ে এক বাঁদর বাসটি স্টার্ট দিয়েছে এবং নেমে যাওয়ার আগে ঠেলে দিয়েছে গিয়ারও। ফলে যা হবার তাই হয়েছে। চালক ছাড়াই এগোতে শুরু করেছে বাসটি। অবশ্য বড় কোনো দুর্ঘটনা ছাড়াই শেষ পর্যন্ত থামানো যায় বাসটিকে। জানা যাচ্ছে, বাস ছাড়বার সময় হতে আধঘণ্টা বাকি আছে দেখে চালক ভাবেন একটু ঘুমিয়ে নেবেন। যেই ভাবা সেই কাজ। বাসের পিছনের অংশের আসনে শুয়ে চোখ বন্ধ করেন তিনি।
এই সুযোগে এক দুষ্টু বাঁদর খোলা জানালা দিয়ে উঠে বসে চালকের আসনে। চাবি ইগনিশনেই পোরা ছিল। বাঁদরটি চাবি ঘুরি বাসটির ইঞ্জিন চালু করে দেয়। ইঞ্জিনের শব্দ পেয়ে অবশ্য ঘুম ভেঙে যায় চালকের। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চালককে এগিয়ে আসতে দেখে বাঁদরটি ঠেলে দেয় গাড়ি চালু করবার গিয়ার। তারপর এক লাফে পগারপার। ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হচ্ছে, বাস স্টপেজে অপেক্ষারত যাত্রীরা হঠাৎ দেখতে পান চালকহীন বাসটি তাদের দিকে ছুটে আসছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে যে যেদিকে পারে ছুট লাগায়।
চালক যখন বাসটিকে নিয়ন্ত্রণে এনেছে ততক্ষণে অবশ্য পাশে পার্ক করা আরো দুটো বাসকে গুঁতিয়ে দিয়েছে তার লাগামছাড়া বাস। অবশ্য কেউ কোনো আঘাত পায়নি শেষ পর্যন্ত। একজন পরিবহন কর্মকর্তা বলছেন, ভারতে বাস স্টপেজ ও ওয়ার্কশপগুলোতে বাঁদরের উৎপাত এখন নিয়মে দাঁড়িয়ে গেছে। উৎপাত ক্ষতিসাধন করা ছাড়াও সিসিটিভি ক্যামেরাগুলোও প্রায়ই ভেঙে ফেলে বাঁদরগুলো। তারা এখন এই বাঁদরগুলোকে সরানোর জন্য কোনো একটি সংস্থাকে খুঁজছে।

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment

চালক ছাড়া এক ভুতুড়ে বাস